বিদায় বেলায় আমার ভালবাসায় প্রশ্ন চিন্হ এঁকে দিয়ে কলঙ্কিত কোরো না মোরে প্রিয়!
কি করিনি বলো তোমার জন্য?
সেই অনন্ত তালিকা নাই বা দিলাম,
থাকুক নাহয় অনুক্ত, অজানা তো নয় তোমার কিছু।
তবে যা তোমার অজ্ঞাত, সময় এসেছে আজ সেই অশ্রুতপূর্ব কাহিনী উহ্য করার।
>>>>>>>>>>>>■>>>>>>>>>>
জানো প্রিয়, আমার অনেক স্বপ্ন ছিলো, ছোট ছোট সুন্দর আদুরে স্বপ্ন ;
সবই তোমায় ঘিরে।
মখমলে সবুজ মন তখন প্রণয়পিয়াসী,
অভাব ছিলো না অনুরাগের রঙের।
তবুও বাস্তবে তারা কি রঙের ছিটা মাত্রও পেয়েছিলো?
>>>>>>>>>>>>■>>>>>>>>>>
একের পর এক বসন্ত এসে ফিরে ফিরে গেছে। বাস্তবের মাটিতে তাদের ফলাতে পারলাম কই?
ক্রমশঃ বুঝলাম সময়ের সাথে সাথে,
নাঃ, এসব হবার নয়!
ছেড়ে দিলাম তিলে তিলে গড়ে তোলা শতাব্দীর স্বপ্নদের!
মুক্ত পাখির ডানায় চড়ে ওরাও উড়ে গেলো সহাস্যে।
নাঃ দুঃখ পাই নি, অফুরান ভালোবাসার তল যে সীমাহীন গভীর।
>>>>>>>>>>>>■>>>>>>>>>>
তাই দেখতে দেখতে একটু একটু করে, শেষে হারিয়ে গেলাম ''তোমার স্বপ্নে''---
তোমার স্বপ্ন না দেখার স্বপ্নে!
যে স্বপ্নে না আছে প্রভাতী গানের মনোরম, প্রাণোচ্ছল, জীবনদায়ী সুর;
না আছে সাঁঝের বেলার খেলা ভাঙার, মন- কেমনের বিদায়ী সুর।
ব্যাস একই ছন্দ--- দায়িত্ব আর কর্তব্য।
তবুও ভেসে তো গেছি নির্দ্বিধায় ''তোমার স্বপ্নে'',
অনন্যমনা সহচরী হয়ে হারিয়েছি নিজেকে তোমার স্বপ্ন না দেখার স্বপ্নে।
এরপরও কি শেষবেলায় প্রশ্ন চিন্হ প্রাপ্তি!!
কলমে: সুস্মিতা দে
Amazing! Both, the poem & the picture. 😍
ReplyDelete