মান-অভিমানের খেলা সেখানেও চলে। তাইতো গোধূলি জলসা আজ বসেনি পশ্চিমাকাশের কোলে। রঙমহলের সেই চোখ ধাঁধানো রূপ আজ নিষ্প্রভ।
কখনও ধুসর, কখনও বা কাজল কালো মেঘ এসে একটু একটু করে শেষে অবশিষ্ট নীলটুকুও ঢেকে দিলো তার মোটা চাদরে।
একের পর এক মেঘ-চাদর উড়ে যাচ্ছে অদম্য গতিতে। যেনো কোনো আদিকালের জমানো রোষ আজ ফেটে পড়েছে। গুরুগুরু গর্জন করে কাঁপিয়ে তুলছে ভূতল। তার কঠোরতায় ব্যথিত গোধূলি সূর্য লুকিয়ে কাঁদে নীরবে অঝোরে বারিধারা হয়ে। ক্রমশঃ গাঢ় অন্ধকারে তলিয়ে যায় একটি বৃষ্টিভেজা মেঘে ঢাকা বিকাল॥
Wow very nice 👍☺️
ReplyDeleteexcellent
ReplyDelete